টুকটাক ইংরেজিতে কথা বলতে পারলেও আমাদের অনেকরই লেখার অবস্থা নড়বড়ে। আমাদের মধ্যে অনেকেই আছেন, বেশ ভালো...
টুকটাক ইংরেজিতে কথা বলতে পারলেও আমাদের অনেকরই লেখার অবস্থা নড়বড়ে। আমাদের মধ্যে অনেকেই আছেন, বেশ ভালো বাংলা শিখতে পারেন । লেখার হাত অনেক ভালো। কিণ্তু ইংরেজিতে লিখতে গেলেই হয়তো তার লেখা আসে না, কলম থেমে যায়। এজন্য ইংরেজি শিখতে হলে প্রয়োজন বেশি বেশি ইংরেজি পড়া । ইংরেজি পড়তে পাড়লে তখন আস্তে আস্তে ইংরেজি লিখার অভ্যাস করতে হবে । যারা এই সমস্যা নিয়ে বেশ চিন্তিত তাদের জন্যই আমাদের এ এ্যাপটি হতে পারে সহায়ক। ইংরেজি ভাষা শিক্ষার অন্যতম উপায় হচ্ছে বিভিন্ন মানুষের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করা । বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য ইংরেজি জানা খুবই গুরুত্বপূর্ণ । বিশেষ করে বর্তমান শিক্ষা ব্যাবস্থায় ইংরেজি আর মুখস্থ করলে হবে না এখন প্রয়োজন ইংরেজি বানিয়ে লেখার কৌশল অবলম্বন করা। তাই সবারই উচিৎ ইংরেজি বানিয়ে লিখার উপায় জানা। কারন ইংরেজি বানিয়ে লেখার নিয়ম না জানলে কখনো ইংরেজি শিখা সম্ভব নয়। পাশাপাশি যারা বিভিন্ন ইংরেজি বিষয়ে শিক্ষকতা করতে চান তাদের জন্য অবশ্যই ইংরেজি বানিয়ে লেখার সহজ উপায় জানা থাকা বাধ্যতামূলক । এছাড়া বিভিন্ন চাকুরীর ক্ষেত্রেও ইংরেজির বিশেষ গুরত্ত রয়েছে । তাই সকলেরই উচিৎ ইংরেজি বানিয়ে লেখার ও বলার উপায় অবলম্বন করা । অ্যাপ এর মাধ্যমে আপনি যেসব যোগ্যতা অর্জন করতে পারবেন তা হচ্ছে – কিভাবে ইংরেজি বানিয়ে লেখা যায়। বলার যোগ্যতা অর্জন করা যায়।বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস্ ও ট্রিকস।১ টি Essay শিখে ১০০ টির অধিক রচনা লিখতে হয় ।১০টি প্যারাগ্রাফ শিখে ১৫০ টি প্যারাগ্রাফ লেখার নিয়ম।শূন্যস্থানে Noun বসানোর নিয়ম জানা যায়।শূন্যস্থানে Verb বসানোর নিয়ম জানা যায়।Rearrange লেখার নিয়ম জানা যায়।Composition লেখার নিয়ম জানা যায়।English report লেখার নিয়ম জানা যায়।Report লেখার কৌশল জানা যায়।Notice লেখার নিয়ম বের করতে হয়।Dialogue লেখার নিয়ম জানা যায়।Essay লেখার সহজ নিয়ম বের করতে হয়।নেটিভ টোনে ইংরেজিতে লিখতে শেখা/লেখাকে উন্নত করা।রাইটিং গাইডলাইন্স আইবিএ MBAবিভিন্ন বিষয়ের উপর স্পোকেন ইংলিশ।Essay Writing Good Habits/ QualitsBad Hahits Passage Summarizing লেখার নিয়ম জানা যায় ইত্যাদি।আশা করি এ্যাপটি আপনাদের কিছুটা হলেও পথ দেখাতে সাহায্য করবে। ভালো লাগলে অবশ্যইং ৫* রেটিং দিয়ে মূল্যবান করতে ভূলবেন না। ধন্যবাদ......